`হাইকোর্টে প্রতিকার না পেলে ইসির কিছু করার নেই'

  • স্টাফ করসপন্ডেন্ট, বার্তা২৪. কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

কেউ হাইকোর্টে প্রতিকার না পেলে নির্বাচন কমিশনের কিছু করার নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। 

শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয় প্রাঙ্গনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, সময় মত হাজির হয়ে যদি তারা মনোনয়নপত্র জমা দিতে না পারে সেই ক্ষেত্রে হাইকোর্ট যদি সিদ্ধান্ত দেয়, তবে রিটার্নিং অফিসার মনোনয়নপত্র গ্রহণ করবে।

তিনি আরও বলেন, ইসিতে যারা মনোনয়ন ফেরত পেতে আপিল আবেদন করছেন তারা নিজেদের পক্ষে সঠিক তথ্যপ্রমাণ দেখাতে পারলে ন্যায়বিচার পাবেন। 

বিজ্ঞাপন

অশোক কুমার দেবনাথ বলেন, আগামীকাল আমাদের আপিল শেষ হয়ে যাবে। যারা আপিল করেছেন তারা এখান থেকে শতভাগ ন্যায়বিচার পাবেন।