নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেন স্বতন্ত্র প্রার্থী মোখছেদুল মোমিন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, নীলফামারী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে নীলফামারী-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মোখছেদুল মোমিন। তিনি সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে সমাবেশ করেছেন।

শুক্রবার(৮ ডিসেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ বৈশাখী হোটেলের পাশে নিজস্ব অফিস উদ্ধোধন ও সমাবেশ করেন তিনি।

বিজ্ঞাপন

নির্বাচনী আচরণবিধিতে বলা হয়েছে, প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থীর পক্ষে মিছিল-সমাবেশ করা যাবে না। তবে আচরণবিধির তোয়াক্কা না করেই সমাবেশ করেছেন এ আওয়ামী লীগের নেতা।

সরেজমিনে দেখা যায়, সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার কয়েকশত সমর্থক নিয়ে এ আয়োজন করেন। তার সমর্থকরা এ সময় তার নামে বিভিন্ন শ্লোগান দেয়। প্রায় কয়েকশত মানুষ সারি সারি বসে আছেন এ সমাবেশে। সমাবেশে নির্বাচনী বক্তব্যে তার পক্ষে ভোট চায় বক্তরা। এ সময় দীর্ঘ বক্তৃতায় তার পক্ষে ভোট চেয়ে সমর্থকদের হাত তুলে শপথ করানো হয়।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী মোখছেদুল মোমিন বলেন, সভা সমাবেশ স্বাভাবিক। আমরা দোয়া মাহফিল করেছি। এখন নির্বাচনে এমন বিষয় স্বাভাবিক।

বিজ্ঞাপন

এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা পঙ্কজ ঘোসের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি৷

জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এ বিষয়ে বলেন, অনুমতি ছাড়া এ সময় কোন রাজনৈতিক সমাবেশ করতে পারবে না।