বিএনপি রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী দল: পররাষ্ট্রমন্ত্রী

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বিএনপি এখন আর কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা সন্ত্রাসী দল বলে মন্তব্য করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার (২৫ ডিসেম্বর) সকালে নগরীর নয়াসড়ক এলাকায় প্রচারপত্র বিলির সময় এসব মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন

ড. এ কে আব্দুল মোমেন বলেন, বিদেশিদের মতো আমরাও চাই অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হোক। বিএনপিকে সন্ত্রাসী দল উল্লেখ করে মন্ত্রী বলেন, বিএনপি এখন রাজনৈতিক দল না, তারা সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। রাজনৈতিক পরিপক্বতার অভাবে তারা আজ ধ্বংসের মুখে।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

প্রসঙ্গত; ড. এ কে আব্দুল মোমেন ছাড়াও সিলেট-১ আসনে আরও চার প্রার্থী নির্বাচন করছেন। তারা হলেন- ইসলামী ঐক্যজোটের ফয়জুল হক, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ সোহেল আহমদ চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির ইউসুফ আহমদ ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী আবদুল বাছিত।

আসনটিতে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৩৪ হাজার ২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৩০ হাজার ৮৩৩ জন, নারী ভোটার ৩ লাখ ৩ হাজার ১৮১ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন।