ভোটার উপস্থিতি নিয়ে আমি চিন্তা করছি না: সিইসি
ভোটার উপস্থিতি নিয়ে চিন্তা করছেন না বলে মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমার দায়িত্ব ভোট আয়োজন করা। কে ভোট দিতে আসবেন, কে আসবেন না এটা আমার দায়িত্ব না।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা ৩৮ মিনিটে ঢাকার শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, ভোটারের উপস্থিতি কম কি বেশি এ সম্পর্কে আমি কিছুই জানি না। আমি এসে আমার ভোটটি দিয়েছি।
সহিংসতার শঙ্কায় ভোটার উপস্থিতি কম হবে কিনা এমন প্রশ্নে সিইসি বলেন, আমি এগুলো নিয়ে কোনো চিন্তাভাবনা করছি না। আমার দায়িত্ব ভোট আয়োজন করা। কে ভোট দিতে আসবেন, কে আসবেন না। সহিংসতা হবে কি, হবে না, এটা দেখবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, আমি এইমাত্র আমার ভোট দিয়েছি। আজকে ভোটগ্রহণ শুরু হয়েছে, ভালো লাগছে। পাঁচ বছর পর পর জাতীয় সংসদের এই ভোটটি হয় সবার সমন্বিত প্রচেষ্টায়, সহযোগিতায়। আপনারা (সাংবাদিক) আমাদেরকে সহযোগিতা করে থাকেন।
তিনি বলেন, আমি আপনাদের অনুরোধ করব ভোটের দৃশ্যমানতা ও স্বচ্ছতা যতটা তুলে ধরা যায়। ভোট নিয়ে যদি মানুষের মধ্যে কোনো অনাস্থা থাকে, সেই অনাস্থা যেন ক্রমান্বয়ে কেটে যায়।