উপজেলা নির্বাচন: প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু সোমবার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

উপজেলা নির্বাচন: প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু সোমবার

উপজেলা নির্বাচন: প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু সোমবার

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে প্রিজাইডিং অফিসারদের যাদের প্রশিক্ষণ দিবেন, সেই প্রশিক্ষকদের প্রশিক্ষণ সোমবার (১১ মার্চ) থেকে শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) দু'দিনব্যাপী এই কার্যক্রম চলবে।

ইটিআই উপ-পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানিয়েছেন, প্রথম ব্যাচের এই প্রশিক্ষণে ২৬ উপজেলা কর্মকর্তাকে নিয়ে অনুষ্ঠিত হবে। পরবর্তী ব্যাচের সময়সূচি এখনো ঠিক হয়নি।

বিজ্ঞাপন

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, ইতিমধ্যে কমিশন চার ধাপে নির্বাচনের কথা বলেছেন উপজেলায়। তফসিল দিতে ৪০ থেকে ৪২ দিন সময় লাগে। এক্ষেত্রে রোজার মধ্যেই তফসিল হবে। তফশিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী ১২ মার্চ কমিশন সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।

ইসি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ মে প্রথম ধাপে ১৫৩টি, ১১ মে দ্বিতীয় ধাপে ১৬৫টি, ১৮ মে তৃতীয় ধাপে ১১১টি ও চতুর্থ ধাপে ২৫ মে ৫২টিসহ মোট ৪৮১টি উপজেলায় ভোটগ্রহণ করা হবে।

বিজ্ঞাপন