রংপুরে চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার অভিযোগ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

রংপুরে চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার অভিযোগ

রংপুরে চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার অভিযোগ

রংপুর সদর উপজেলায় ইকবাল হোসেন নামে এক চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনের (হেলিকপ্টার) কর্মী-সমর্থকরা এ হামলা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রার্থী ইকবাল হোসেন।

বুধবার (২৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মোবারক হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এ ঘটনার পর চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেন (আনারস) কেন্দ্রের সামনে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। এ সময় তিনি বলেন, দুপুরে আমি মোবারক হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গেলে হেলিকপ্টার প্রতীকের কর্মী-সমর্থকরা আমার উপর অতর্কিত হামলা চালিয়ে কেন্দ্র থেকে বের করে দেয়। নির্বাচনের পরিবেশ ফিরে না আসা পর্যন্ত আমি এখানে অবস্থান নিয়েছি।

মোবারক হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোস্তাফিজার রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চেয়ারম্যান প্রার্থী কেন্দ্র পরিদর্শনে গেলে উত্তেজনা দেখা দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। খবর পেয়ে বিজিবি’র সদস্যরাও উপস্থিত হয়েছেন।

বিজ্ঞাপন

এঘটনায় চেয়ারম্যান প্রার্থী ডা. দেলোয়ার হোসেনের বিষয়টি অস্বীকার করে বলেন, নির্বাচনে আমার বিরুদ্ধে মিথ্যা কথা রটিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা চলছে। তার ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি।