আচরণবিধি লঙ্ঘন, বগুড়ার তিন উপজেলায় আটক ২১

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

বগুড়ার তিন উপজেলায় আটক ২১

বগুড়ার তিন উপজেলায় আটক ২১

বগুড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণকালে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তিন উপজেলা থেকে ২১ জনকে আটক করা হয়েছে।

বুধবার (৫ জুন) বগুড়ার শেরপুর, ধুনট ও নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণকালে বিভিন্ন কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটককৃতদের মধ্যে শেরপুরে ৬ জন, ধুনটে ৬ জন এবং নন্দীগ্রামে ৯ জন রয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, বিভিন্ন কেন্দ্রের আশেপাশে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৬ জনকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান জানান, বিভিন্ন ভোট কেন্দ্র ও তার আশেপাশে থেকে ৬ জনকে আটক করা হয়েছে।

অপরদিকে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসেন জানান, নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৯ জনকে আটক করে থানায় রাখা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে ভোটারদেরকে ভোটকেন্দ্রে যেতে বাঁধা প্রদান, প্রার্থীর এজেন্ট হিসেবে মোবাইল ফোন ব্যবহারসহ বিশৃঙ্খলার অভিযোগ রয়েছে। ভোটগ্রহণ শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ।