জাতীয় পার্টির আয় বেড়েছে, কমেছে ব্যয়

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল আয় ব্যয়ের হিসাব ইসিতে জমা দেন

অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল আয় ব্যয়ের হিসাব ইসিতে জমা দেন

নির্বাচনের বছর ২০২৩ সালে আয় বাড়লেও ব্যয় কমেছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টির।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে দলটির প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল আয় ব্যয়ের হিসাব ইসিতে জমা দেন।

বিজ্ঞাপন

রেজাউল ইসলাম ভূইয়া সাংবাদিকদের বলেন, ২০২৩ সালে দলের আয় হয়েছে ৩ কোটি ২২ লাখ ৭৯ হাজার ৮৩১ টাকা। ব্যয় হয়েছে ১ কোটি ১৩ হাজার ১৮ হাজার ৫২৫ টাকা।

ব্যয়ের চেয়ে আয় বেশি হয়েছে ২ কোটি ৯ হাজার ৬১ হাজার ৩০৬ টাকা। ২০২২ সালে দলটির আয় হয়েছে ২ কোটি ২৯ লাখ ১৪ হাজার ৯৬৮ টাকা। আর ব্যয় হয়েছিল ১ কোটি ২৮ লাখ ৩৭ হাজার ৫৪২ টাকা। ২০২১ সালে আয় হয়েছে ২ কোটি ৯ লাখ ৮৫ হাজার ১৫৪ টাকা। ব্যয় হয়েছিল ৮৪ লাখ ৬৮ হাজার ১৩৪ টাকা।

বিজ্ঞাপন

প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত দলগুলোর আগের পঞ্জিকা অনুসারে বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দেওয়ার বিধান রয়েছে।