প্রতীক নিতে রিটার্নিং অফিসারের কার্যালয়ে ইশরাক
আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে প্রতীক বরাদ্দ নিতে রাটার্নিং অফিসারের কার্যালয়ে গেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন।
শুক্রবার (১০ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে রাজধানীর গোপীবাগ রোডের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে ডিএসসিসির রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয়ে যান তিনি।
প্রতীক নিয়ে তিনি জুরাইন কবরস্থানে গিয়ে অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, তার বাবা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার কবর জিয়ারত করবেন বলে জানা গেছে। এরপর বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায় শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করবেন তিনি।
নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর, মনোনয়ন পত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ১০ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।
ডিএসসিসির নির্বাচনে তিন পদে মোট ৪২৪ জন প্রার্থী হয়েছেন। এদের মধ্যে মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ৩৩৫ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৮২ জন প্রার্থী রয়েছেন।