আবারও ঢাকা দক্ষিণের কাউন্সিলর হলেন নারগিস মাহতাব
বার্তা২৪.কমকে দেওয়া সাক্ষাৎকারে মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার করেছিলেন বাংলাদেশ যুব মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী নারগিস মাহতাব। তিনি বলেছিলেন, ‘আন্দোলন-সংগ্রামে রাজপথে আছি, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজপথে মানুষের পাশেই থাকব।’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে সাফল্যের পথ ধরে তিনি আবারও নির্বাচিত হয়েছেন। তার বিরুদ্ধে কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নারগিস মাহতাব। ঢাকা দক্ষিণের সংরক্ষিত মহিলা কাউন্সিলরসহ মোট চার জন বিনা ভোটে জয়ী হন।
নারগিস মাহতাব ঢাকার গুরুত্বপূর্ণ শাহবাগ, কলাবাগান, ধানমন্ডি, মোহাম্মদপুর এলাকার প্রতিনিধিত্ব করছেন। বার্তা২৪.কমকে তিনি বলেন, ‘মশক, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। ঢাকাকে নিরাপদ ও বাসযোগ্য করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব।’
তিনি আরও বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপসের নেতৃত্বে একটি উন্নত, সুপরিকল্পিত ও অগ্রসর রাজধানী উপহার দেওয়ার লক্ষ্যে আমরা সম্মিলিতভাবে তৎপরতা চালাচ্ছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ব্যারিস্টার তাপসের নেতৃত্বে ঢাকাবাসীকে একটি সুন্দর, পরিচ্ছন্ন, পরিবেশ-বান্ধব, উন্নত মহানগরী উপহার দিতে সক্ষম হব।’
অচিরেই ঢাকা শুধু বাংলাদেশেই নয়, দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বাপেক্ষা আধুনিক সুযোগ, সুবিধা ও অবকাঠামো সম্পন্ন মহানগরী রূপে সার্বিক নাগরিক সেবা প্রদান করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।