ঢাকা সিটি নির্বাচনের তারিখ পুনর্বিবেচনার আহ্বান ডাকসুর

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ডাকসু ভবন, ছবি: সংগৃহীত

ডাকসু ভবন, ছবি: সংগৃহীত

সরস্বতী পূজা এবং নির্বাচনের তারিখ সাংঘর্ষিক হওয়ায় ঢাকা সিটি করপোরেশন (উত্তর ও দক্ষিণ) নির্বাচনের তারিখ পুর্নবিবেচনার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

শনিবার (১১ জানুয়ারি) ডাকসুর সহ সাধারণ সম্পাদক (এজিএস) ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ জানুয়ারি নির্বাচন কমিশন কর্তৃক ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। একই দিনে পূজা ও নির্বাচনের তারিখ নির্ধারিত হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবমুখরতায় বিঘ্ন ঘটা ও নির্বাচন কর্মকাণ্ড সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রগতিশীল ছাত্র সমাজ এর একটি সুস্পষ্ট, সামঞ্জস্যপূর্ণ ও সুন্দর সমাধান চায় উল্লেখ করে সাদ্দাম বলেন, ‘শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(ডাকসু) নির্বাচন কমিশনের প্রতি নির্বাচনের তারিখ পুর্নবিবেচনার আহ্বান জানাচ্ছে।

বিজ্ঞাপন