প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ ইশরাকের

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপির মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণা/ছবি: মবিনুল ইসলাম

বিএনপির মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণা/ছবি: মবিনুল ইসলাম

নির্বাচনী প্রচারে কাউন্সিলর ও সমর্থকদের বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন।

তিনি বলেন, মেয়র প্রার্থী হিসেবে এখনো আমাকে প্রচারণায় বাধা দেওয়া হয়নি। তবে কাউন্সিলর ও সমর্থকদের বাধা দিচ্ছে সরকার দলীয় লোকজন।

বিজ্ঞাপন

রোববার (১২ জানুয়ারি) পুরান ঢাকার জজ কোর্ট এলাকায় প্রচারণা শুরুতে তিনি সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন সমন্বয় কমিটির প্রধান খন্দকার মোশাররফ হোসেন, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মোহাম্মদ আব্দুস সালাম এবং ঢাকা মহানগর বিএনপির (দক্ষিণ) সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলসহ বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন