প্রচারণা থামিয়ে তাপসের নামাজ আদায়
প্রতীক বরাদ্দের পর থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচনের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন মনোনীত প্রার্থীরা। এর ধারাবাহিকতায় তৃতীয় দিনের প্রচারণা শুরু করেছেন ডিএসসিসির নৌকার মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
রোববার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শান্তিনগর বাজার মসজিদ মার্কেট থেকে প্রচারণা শুরু করেন তিনি। এর মধ্যেই কানে ভেসে আসে যোহরের আজান। ততক্ষণে প্রচারণার বহর এসে পৌঁছে মালিবাগ মোড়স্থ বাইতুল আমিন জামে মসজিদের সামনে। আজান শেষ হতেই প্রচারণা থামিয়ে তাপস স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মসজিদে ঢুকে যান নামাজ আদায় করতে।
এ সময় মসজিদের প্রধান দরজায় হাজার হাজার নেতাকর্মী অপেক্ষা করতে থাকেন। নামাজ আদায় করতে আসা মুসল্লিদের কাছে প্রচারণায় অংশ নেওয়া নেতাকর্মীরা ভোট চান এবং যারা ভোটার না তাদের কাছে দোয়া চান।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি ডিএনসিসি ও ডিএসসিসি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।