৩০ জানুয়ারি ঢাকায় সাধারণ ছুটি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি ও ডিএসএসসি) নির্বাচন উপলক্ষে আগামী ৩০ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

রোববার (১২ জানুয়ারি) ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মাহফুজা আক্তার স্বাক্ষরিত ওই নির্দেশনাটি জন প্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, ঢাকার দুই সিটি নির্বাচন আগামী ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। এজন্য নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

এদিকে গত ১০ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

বিজ্ঞাপন