জিতলে পর্যাপ্ত পানি, গ্যাস ও বিদ্যুতের ব্যবস্থা করব: তাপস
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে জয়ী হলে পর্যাপ্ত পানি, গ্যাস ও বিদ্যুতের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
তিনি বলেন, আমাদের প্রতি আস্থা রাখুন, আমরা নির্বাচিত হলে প্রথম তিন মাস এ সিটিতে অন্য কোনো সংস্থাকে কাজ করতে দেব না। পানি, গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহের ব্যবস্থা করব।
সোমবার (১৩ জানুয়ারি) প্রচারণার চতুর্থদিন মানিকনগর মোড়ে গণসংযোগকালে এসব প্রতিশ্রুতি দেন তিনি।
মানিকনগর মোড়ে প্রচারণা শুরুর আগে এক সংক্ষিপ্ত পথসভায় তাপস বলেন, ঢাকা দক্ষিণের বাসিন্দারা যদি ভোট দিয়ে নৌকা প্রতীককে জয়ী করেন এবং আমি যদি মেয়র নির্বাচিত হই, তাহলে ৯০ দিনের মধ্যে ডিএসসিসিবাসীর দোরগোড়ায় তাদের মৌলিক অধিকারগুলো পৌঁছে দেব। ডিএসসিসিকে করব দুর্নীতিমুক্ত।
এ সময় তিনি মানিকনগর সাত নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী আব্দুল বাসিত খান বাচ্চু ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মাকসুদা শমসের মাসুর পক্ষে ভোট প্রার্থনা করেন।
দুপুর ১টায় শুরু হওয়া এ নির্বাচনী প্রচারণায় শেখ ফজলে নূর তাপসের সঙ্গে আছেন যুব মহিলা লীগের নেত্রী অপু উকিল এবং চিত্রনায়িকা অঞ্জনাসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী।
প্রচারণায় প্রায় সাত শতাধিক নেতাকর্মী অংশ নেন এবং মেয়র প্রার্থী তাপস ও নৌকা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এদিকে নেতাকর্মীর উপচে পড়া ভিড়ে মানিকনগর এলাকার প্রধান সড়ক ও বিভিন্ন মহল্লার রাস্তাগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়।