ভোটের তারিখ পরিবর্তন

আদালত যে নির্দেশনা দেবে কমিশন তাই করবে: সচিব

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সিনিয়র সচিব মো: আলমগীর

সিনিয়র সচিব মো: আলমগীর

সরস্বতী পূজার কারণে নির্বাচনের তারিখ পরিবর্তনের বিষয়ে আদালত যে নির্দেশনা দেবে নির্বাচন কমিশন (ইসি) তাই করবে বলে জানিয়েছেন সিনিয়র সচিব মো: আলমগীর।

তিনি বলেন, এ নিয়ে আদালতে একটি রিট আবেদন হয়েছে। আদালত যে নির্দেশনা দেবে কমিশন সেই সিদ্ধান্তই নেবে।

বিজ্ঞাপন

সোমবার (১৩ জানুয়ারি) বিকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, ভোটের তারিখ ৩০ জানুয়ারি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। ২৯ জানুয়ারি ঐচ্ছিক ছুটি। ৩১ জানুয়ারি শুক্রবার। আবার ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা। তাই সকল দিক বিবেচনায় নিয়েই ৩০ জানুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

সিটি নির্বাচনের প্রচারণায় সহিংসতার খবর পাওয়া যাচ্ছে, কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এ ধরনের কোনো খবর পাইনি। তবে এসব কোনো অভিযোগ আসলে সেখানে দুই সিটিতে দুইজন রিটার্নিং কর্মকর্তা রয়েছেন, তারা এগুলো দেখবেন।