হেয় করতেই এক-এগারোর মামলা সচল: ইশরাক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

গণসংযোগে ব্যস্ত মেয়র প্রার্থী ইশরাক/ছবি: বার্তা২৪.কম

গণসংযোগে ব্যস্ত মেয়র প্রার্থী ইশরাক/ছবি: বার্তা২৪.কম

রাজনৈতিকভাবে হেয় করতেই সরকার এক এগারোর মামলা সচল করেছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বুধবার (১৫ ডিসেম্বর) বাংলামোটর এলাকায় ষষ্ঠ দিনের মতো নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চলাকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

বিজ্ঞাপন

ইশরাক বলেন, এতে আমি মোটেও বিচলিত না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও ভুয়া মামলায় আটকে রাখা হয়েছে। ১/১১ এর সময় আওয়ামী লীগ নেতা ও তাদের পরিবারের সদস্যদের মামলা নিজেদের পক্ষে শেষ করলেও আমাদেরগুলো সচল রাখে। এটা রাজনৈতিক প্রতিহিংসা।

গণসংযোগের ষষ্ঠ দিনে ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শুরু করেন সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। তিনি ধানমন্ডি-১৫, জিগাতলা কাঁচাবাজার, ট্যানারি মোড়, হাজারীবাগ, জিগাতলা বাস স্ট্যান্ড, সিটি কলেজ, সেন্টাল রোড, নীলক্ষেত, বাংলামোটর হয়ে কলাবাগান এলাকায় গণসংযোগ করেন।

বিজ্ঞাপন