মিরপুর থেকে সপ্তম দিনের প্রচারণায় আতিক
দিন যত যাচ্ছে নির্বাচনী প্রচার-প্রচারণা ততই জমে উঠছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ভোটারদের কাছে গিয়ে নৌকায় ভোট চাইছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম আতিক।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে মিরপুর আলুব্দী ঈদগাহ ময়দানের পাশ থেকে তার সপ্তম দিনের গণসংযোগ শুরু করেন।
গণসংযোগে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে ‘উন্নয়নের মার্কা নৌকা, নৌকা’ স্লোগানে মুখরিত হতে থাকে পুরো এলাকা। আশেপাশের বিভিন্ন এলাকা থেকে নেতা কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে মিরপুর ১২ নম্বরের আলুব্দী ঈদগাহ ময়দানের পাশে জড়ো হতে থাকেন। এসময় মেয়র প্রার্থীর মার্কা, উন্নয়নের মার্কা, নৌকা, নৌকা স্লোগানের পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জিন্নাত আলী মাদবরের ঠেলাগাড়ি মার্কা এবং ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সালাউদ্দীন রবিনের টিফিন ক্যারিয়ার মার্কার পক্ষে স্লোগান দিতে দেখা যায়।
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলামের একান্ত সচিব সাইফুদ্দিন ইমন জানান, বৃহস্পতিবার মিরপুর ১২ এর আলুব্দী ঈদগাহ ময়দানের পাশ থেকে সেকশন ১১, পলাশ নগর, সেকশন ১২, পল্লবী, মিল্কভিটা এলাকায় গণসংযোগ চালাবেন আতিকুল ইসলাম।
এর আগে গত শুক্রবার থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম উত্তরা ৪ নম্বর সেক্টরের ৮ নম্বর রোডের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেন। আজ ৭ম দিনের মত গণসংযোগ চলছে তার।
প্রসঙ্গত আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুই সিটির প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ হবে ইভিএমের মাধ্যমে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
প্রচারণায় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি, সাবেক সংরক্ষিত সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন, নাজমা আক্তার, আমির হোসেন মোল্ল্যাহসহ কেন্দ্রীয় ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।