‘যেকোনো পরিস্থিতিতেই মাঠে থাকব’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

খিলগাঁও তালতলায় নির্বাচনী প্রচারণায় তাবিথ আউয়াল/ছবি: বার্তা২৪.কম

খিলগাঁও তালতলায় নির্বাচনী প্রচারণায় তাবিথ আউয়াল/ছবি: বার্তা২৪.কম

যেকোনো পরিস্থিতিতে ভোটের মাঠে থাকব। জনগণ যাতে তাদের ভোট দিতে পারেন সেজন্যই আমরা মাঠে থাকব বলে প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর খিলগাঁও তালতলা সিটি করপোরেশনের সুপার মার্কেটে নির্বাচনী প্রচারণায় এসে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন
খিলগাঁও তালতলায় নির্বাচনী প্রচারণায় তাবিথ

এ সময় নির্বাচন কমিশন প্রসঙ্গে বিএনপির প্রার্থী তাবিথ বলেন, 'ইভিএমে ভোট করার সিদ্ধান্তের মাধ্যমে নির্বাচন কমিশন আবারো ভোট কারচুপি করার বিতর্কে জড়াতে যাচ্ছে'।

তিনি আরো বলেন, 'পৃথিবীর সকল দেশের মহানগরী যেখানে দিনের পর দিন উন্নত হচ্ছে এবং নাগরিক সুবিধা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সেখানে ঢাকা মহানগরীর নাগরিকদের সুযোগ-সুবিধা আগের চেয়ে অনেক সংকুচিত হচ্ছে। ঢাকা এখন মশা আর যানজটের নগরী। এমতাবস্থায় একটি সমন্বিত মহা পরিকল্পনার মাধ্যমে ঢাকা মহানগরীকে বাসযোগ্য উপযোগী করে না তুললে আগামী এক দশক পর এই মহানগরী জনগণের বসবাস অযোগ্য হয়ে যাবে। আমি এই মহানগরীকে বাসযোগ্য করে গড়ে তোলার দিকটাতেই নজর দিতে চাই।

বিজ্ঞাপন
নেতাকর্মীদের সঙ্গে তাবিথ

উল্লেখ্য, খিলগাঁও তালতলা মার্কেট এলাকায় নবম দিনের প্রচারণা শুরু করেন তাবিথ আউয়াল। এ সময় বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।