তিন মাসের মধ্যে ‘আমার ঢাকা অ্যাপস’ চালু করব

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

মিরপুরে নির্বাচনী প্রচারণায় মেয়র প্রার্থী আতিকুল ইসলাম আতিক/ছবি: বার্তা২৪.কম

মিরপুরে নির্বাচনী প্রচারণায় মেয়র প্রার্থী আতিকুল ইসলাম আতিক/ছবি: বার্তা২৪.কম

আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী হতে পারলে তিন মাসের মধ্যে 'আমার ঢাকা অ্যাপস' চালু করব বলে প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম আতিক।

শনিবার (১৮ জানুয়ারি) মিরপুর কচুক্ষেত বাজারের সামনে থেকে নির্বাচনী প্রচারণা শুরুর আগে সংক্ষিপ্ত পথ সভায় তিনি একথা বলেন।

বিজ্ঞাপন
নির্বাচনী প্রচারণায় নায়ক ফেরদৌসের সঙ্গে আতিক

আতিকুল ইসলাম বলেন, আমি আগেও বলেছি স্মার্ট ঢাকা গড়ব। এরইমধ্যে আমার ঢাকা অ্যাপস'র সকল কার্যক্রম করে ফেলেছি, নির্বাচিত হলে তিন মাসের মধ্যে এই অ্যাপস চালু করব। নগরবাসী যেখানে যে সমস্যা দেখবে অ্যাপসের মাধ্যমে জানালে আমরা সমাধান করব।

তিনি মিরপুর কচুক্ষেত এলাকায় ৯০ দিনের মধ্যে যাত্রছাউনি গড়ার ঘোষণা দেন। এছাড়া যে সকল ইউলুপ (ইউ আকৃতির গাড়ি পারাপার সেতু) অচল রয়েছে সেগুলো সচল করবেন বলে প্রতিশ্রুতি দেন।

বিজ্ঞাপন
কচুক্ষেত এলাকায় ৯০ দিনের মধ্যে যাত্রছাউনি গড়ার ঘোষণা দেন আতিক

যানজটমুক্ত ঢাকা গড়তে নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানিয়ে বলেন, আমি বলেছি প্রয়াত মেয়র আনিসুল হকের স্বপ্নের ইউলুপগুলো সচল করে এবং বাসরুট রেশনালাইজ করে একটি যানজটমুক্ত স্মার্ট ঢাকা উপহার দেব।

কচুক্ষেত এলাকায় গণসংযোগ করেন

এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি, স্বেচ্ছাসেবক লীগের মেসবাহুল আলম সাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে মিরপুর কচুক্ষেত এলাকায় গণসংযোগ শুরু করেন। মেয়র প্রার্থী আতিকুল ইসলামের গণসংযোগে যোগ দেন চিত্রনায়ক ফেরদৌস ও সংস্কৃতি অঙ্গনের তারকারা।