জিয়ার মাজার থেকে তাবিথ-ইশারকের ১০ম দিনের প্রচারণা শুরু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ইশরাক (বাঁয়ে) ও তাবিথের (ডানে) প্রচারণায় মির্জা ফখরুল (মাঝে), ছবি: বার্তা২৪.কম

ইশরাক (বাঁয়ে) ও তাবিথের (ডানে) প্রচারণায় মির্জা ফখরুল (মাঝে), ছবি: বার্তা২৪.কম

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তার মাজার জিয়ারত করে ১০ম দিনের মতো নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আওয়াল ও ইশরাক হোসেন।

রোববার (১৯ জানুয়ারি) সকালে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে আসেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আওয়াল ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এরপর মিরপুর ১৩-এ বিআরটিএ কার্যালয়ের সামনে থেকে নির্বাচনী কার্যক্রম শুরু করবেন উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

বিজ্ঞাপন

ইশরাক হোসেন আজিমপুর বাসস্ট্যান্ড, ছাপড়া মসজিদ হয়ে পর্যায়ক্রমে ২৩, ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও প্রচারণা চালিয়ে শহীদ নগর মাতৃসনদে এসে এদিনের প্রচারণা শেষ করবেন।