'নির্বাচনী প্রচারণায় ডাস্টবিন '

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারণায় ডাস্টবিন, ছবি: বার্তা২৪.কম

তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারণায় ডাস্টবিন, ছবি: বার্তা২৪.কম

বাসযোগ্য নগরী গড়তে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারণায় দেখা গেছে দুটি বড় ডাস্টবিন।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে মিরপুরে তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারণায় এমন ব্যতিক্রমী কার্যক্রম দেখা যায়। এসময় দুটি বড় বড় ডাস্টবিন দুজন বহন করতে দেখা গেছে। এবং ডাস্টবিনের উপরে লেখা আছে বাসযোগ্য নগরী গড়তে ধানের শীষে তাবিথ আউয়ালকে ভোট দিন।

বিজ্ঞাপন

ডাস্টবিন বহন করা একজন জয় ধর হিরো বার্তা২৪.কমকে বলেন, 'তাবিথ ভাইয়ের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়া নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া নেতাকর্মীরাও যাতে ময়লা-আবর্জনা এই ডাস্টবিনে ফেলতে পারেন। একই সাথে তাবিথ ভাই নির্বাচিত হলে নগরবাসীর জন্য পরিষ্কার পরিচ্ছন্ন নগরী গড়বে তারই সিম্বল এই ডাস্টবিন।

এদিকে সরেজমিনে ঘুরে দেখা যায়, সকাল থেকে মিরপুর ৬ নম্বর সেকশনের থেকে শুরু হয় প্রচারণা। সকাল গড়িয়ে দুপুরে মিরপুরের বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে জনগণের কাছে ভোট প্রার্থনা করেন তাবিথ আওয়ালসহ বিএনপির নেতাকর্মীরা।

বিজ্ঞাপন