জনগণ ভোট রক্ষার জন্য প্রস্তুত: তাবিথ আউয়াল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপির মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল

বিএনপির মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, জনগণ নিজেদের ভোট রক্ষা করার জন্য প্রস্তুত রয়েছেন।

জনগণকে উদ্দেশ্য করে তাবিথ আউয়াল বলেন, আপনারা আমাদের সঙ্গে থাকেন আমরা আপনাদের সঙ্গে আছি। মিরপুর এলাকায় গণসংযোগ করতে এসে সাধারণ জনসাধারণের ব্যাপক সাড়া পেয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে মিরপুরের পল্লবীতে নির্বাচনী প্রচারণা শেষে সাধারণ জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিএনপির মেয়র প্রার্থী বলেন, আগামী ১ ফেব্রুয়ারি আমরা নির্বাচিত হলে সঙ্গে সঙ্গে দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব।

বিজ্ঞাপন

এসময় তিনি জনগণকে আশ্বাস দিয়ে বলেন, নির্বাচিত হলে প্রথমে নগরীর ডেঙ্গু, দূষণ, দুর্নীতি ও দুঃশাসনকে শক্ত হাতে প্রতিরোধ করব।

নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, আমরা বিশ্বাস করি নির্বাচনী প্রক্রিয়া হলো গণতন্ত্রের মূল কথা। দেশে যদি কোনো নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ না হয় তাহলে গণতন্ত্র থাকে না। তাবিথ আউয়াল নতুন প্রজন্মের প্রতিনিধি। তিনি নতুনভাবে সাজাবেন নগরীকে আপনারা সবাই তাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। বিনা ভোটে না তিনি জনগণের ম্যান্ডেট নিয়ে ঢাকা উত্তরের মেয়র হবেন ।