মিরপুরে প্রচারণায় তাবিথের ওপর হামলা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রচারণা বন্ধ করে বাসে ওঠেন তাবিথসহ বিএনপির নেতাকর্মীরা

প্রচারণা বন্ধ করে বাসে ওঠেন তাবিথসহ বিএনপির নেতাকর্মীরা

ঢাকা উত্তর সি‌টি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএন‌পি মনোনীত মেয়র প্রার্থী তা‌বিথ আউয়ালের প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাবিথ ও সাংবাদিক সাঈদ খানসহ প্রচারণায় থাকা বেশ কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুরের দারুসসালাম থানার ৯ নম্বর ওয়ার্ডের বড়বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলার পর ওই এলাকায় নির্বাচনী প্রচারণা স্থগিত করা হয়।

বিজ্ঞাপন

তাবিথের প্রচারণায় থাকা কর্মীদের অভিযোগ, ৯ নম্বর ওয়ার্ডে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রচারণা চলছিল। তাবিথের সমর্থনে মিছিল বের করা হয়। এ সময় ৯নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মাসুমের নেতৃত্বে মিছিলে হামলার ঘটনা ঘটে। এতে তাবিথ আউয়াল মাথায় আঘাত পান। এছাড়া প্রচারণায় থাকা বেশ কয়েকজন নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছেন। এ হামলার বিচারের দাবি জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন

এর আগে রাজধানীর গাবতলীর পর্বত সিনেমা হলের সামনে থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তাবিথ আউয়াল। এ সময় তিনি বলেন, ‘ইভিএম নিয়ে জনগ‌ণের ম‌ধ্যে এক ধর‌নের শঙ্কা কাজ কর‌ছে। নি‌জের পছ‌ন্দের প্রার্থীকে ভোট দি‌তে পার‌বে কিনা। ইসি নির্বাচ‌নের তা‌রিখ নি‌য়ে বিত‌র্কের সৃ‌ষ্টি ক‌রে‌ছিল। এখন তা‌রিখ নি‌য়ে সুষ্ঠু সমাধা‌নে আস‌তে পে‌রে‌ছে।’

ধানের শীষের প্রার্থী আরও বলেন, ‘আমা‌দের মাইক কেড়ে নেওয়া হ‌য়ে‌ছে। বি‌ভিন্ন ধর‌নের বাধা দেওয়া হ‌চ্ছে। এভা‌বে চল‌লে ভোটা‌ররা ভ‌য়ের ম‌ধ্যে থাক‌বে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে না। আমরা আশা করব ভোটার‌দের ভোট দেওয়ার পরিবেশ তৈরি করবে ইসি। তবে আমরা ধা‌নের শী‌ষের পক্ষে ব্যাপক সাড়া পাচ্ছি। ভোটা‌ররা ভোট দি‌তে পারলে বিজয়‌ নি‌শ্চিত।’