জনমত ধানের শীষের পক্ষেই আসবে: তাবিথ
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, সিটি নির্বাচনে জনমত ধানের শীষের পক্ষেই আসবে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে রাজধানীর কল্যাণপুরে নির্বাচনী গণসংযোগ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
তাবিথ আউয়াল বলেন, বুঝতে পারছেন নির্বাচনের পরিবেশটা কেমন। আজকের এই হামলার ঘটনায় আসলে আমরা খুব ভয় পেয়ে গেছিলাম। তবে আমরা আমাদের কর্মসূচি, গণসংযোগ অব্যাহত রাখবো। পাশাপাশি আমরা দৃশ্যমানভাবে দেখেছি পুলিশ কর্মকর্তারা তাদের দায়িত্ব পালন করেছে। আমাদের ওপর যে হামলা হয়েছে তাতে প্রমাণ করে জনমত ধানের শীষের পক্ষেই আসবে।
তিনি বলেন, আমাদের ওপর হামলার সময় পুলিশ তাদের দায়িত্ব পালন করেছে। পুলিশ হামলাকারীদের কন্ট্রোল করে, আমাদের সুযোগ করে দিয়েছে যেন আমরা ওই মহল্লা থেকে বের হয়ে আসতে পারি। এই হামলার দায় নির্বাচন কমিশনের ওপরও পড়ে। আমার প্রত্যাশা নির্বাচন কমিশন মাঠ পর্যায় থেকে পর্যবেক্ষণ করুক, জনগণ যে ভয় ভীতির মধ্যে আছে সেটা অস্বীকার না করে, সত্যতা স্বীকার করে একটা পদক্ষেপ নেওয়া হোক।