সেবা নয়, শুধু করের বোঝা বেড়েছে: মিলন

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

গণসংযোগে জাপার মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন মিলন/ছবি: বার্তা২৪.কম

গণসংযোগে জাপার মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন মিলন/ছবি: বার্তা২৪.কম

মানুষ নিরাপত্তা চায়, আওয়ামী লীগ-বিএনপি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। নাগরিক সুবিধা দেয়া হচ্ছে না শুধু করের বোঝা বাড়ছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জাতীয় পার্টির মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) কামরাঙ্গীরচরের বনগ্রাম এলাকায় গণসংযোগকালে তিনি এমন মন্তব্য করেন। ঝাউচর, চান মসজিদ, আলীনগর, নবীনগর এলাকায় গণসংযোগ ও প্রচারণায় অংশ নেন। এ সময় তিনি বেশকয়েকটি পথসভায় বক্তব্য দেন।

বিজ্ঞাপন
ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী মিলন কামরাঙ্গীরচরের বনগ্রাম এলাকায় গণসংযোগ করেন  

মিলন বলেন, ঢাকাবাসী হাজার হাজার কোটি টাকা ট্যাক্স দিলেও দৃশ্যমান উন্নয়ন চোখে পড়ে না। বড় দুটি দল বারবার নির্বাচিত হলেও ঢাকাবাসীর উন্নতি হয়নি। তাই মানুষ পরিবর্তন চায়, আর জাতীয় পার্টিই এ পরিবর্তন এনে দিতে পারে। লাঙ্গল মার্কায় ভোট দিলে পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা নগরী উপহার দেওয়া হবে। নিরাপদ ঢাকা গড়ে তোলা হবে। নগরবাসী শান্তিতে থাকবে।

মিলন বলেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ চেয়েছিল তিলোত্তমা ঢাকা গড়তে। এরশাদ যদি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে না দিতেন তাহলে সত্যিকারেই তিলোত্তমা নগরীতে পরিণত হতো।

বিজ্ঞাপন

গণসংযোগকালে হাজী মিলনের দুই পুত্র রাকিব উদ্দিন আবির, শাকিব উদ্দিন শিফান, মহানগর জাপা নেতা আকতার হোসেন আউয়াল, কামাল হোসেন, মকবুল হোসেন, শারাফত হোসেন জুয়েল, রাহাদ ইসলাম, তানভীর কলিমুল্লাহ জিতুসহ স্থানীয় জাপার বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তবে পার্টির শীর্ষ পর্যায়ের কোনো নেতাকে অংশ নিতে দেখা যায়নি।