আগেই সক্রিয় হওয়া উচিত ছিল ই‌সির: তা‌বিথ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ঢাকা উত্তর সি‌টি কর‌পোরশ‌ন নির্বাচনে বিএন‌পি মনোনীত মেয়র প্রার্থী তা‌বিথ আউয়াল ব‌লে‌ছেন, গতকাল‌ আমার প্রচারণায় হামলা হয়েছে। এতে আমিসহ অনেকেই আহত হয়েছি। ক‌মিশনের উ‌চিত ছিল পূর্ব থেকেই সক্রিয় হওয়া।

তিনি বলেন, আমরা নির্বাচন ক‌মিশন‌কে এ বিষয় জা‌নিয়েছি। তারা তদন্ত ক‌মি‌টি গঠন করেছেন। ৪৮ ঘণ্টা সময় নিয়েছেন। আমরা অ‌পেক্ষা কর‌ছি। নির্বাচন ক‌মিশ‌ন কতটুকু নিরপেক্ষ হয়ে কাজ করছে এবং কি পদক্ষেপ নেয় তা দেখার বিষয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ জানুয়ারি ) সকাল ১১টায় গণসং‌যোগ শুরুর আ‌গে আশকোনা হাজী ক্যাম্পে পথসভায় তি‌নি এসব কথা বলেন। এরপর তিনি গাওয়াইর কাজীবাড়ী হয়ে দক্ষিণ খান বাজারে পথসভায় যোগ দেবেন।

তা‌বিথ বলেন, বিএন‌পি চেয়ারপারস‌ন বেগম খা‌লেদা জিয়ার মু‌ক্তি সারা বাংলা‌দেশের মানুষের মু‌ক্তির সংগ্রাম। মানুষ ভোট দি‌য়ে জা‌নি‌য়ে দি‌তে চায় কেউ দুর্নী‌তি আর অপশাসন চায় না। জনগণ ভোট দি‌তে পার‌লে ধা‌নের শী‌ষের বিজয় হ‌বে।

বিজ্ঞাপন

ধা‌নের শী‌ষের প্রচারণার পা‌শাপাশি আওয়ামী লী‌গের প্রচারণা চল‌ছে। এ‌তে আবারো সংঘর্ষ হওয়ার আশঙ্কা আ‌ছে কিনা সাংবা‌দিক‌দের এমন প্র‌শ্নের জবা‌বে তি‌নি ব‌লেন, আওয়ামী লী‌গের কর্মীরাও তা‌দের নেতাদের কাজকর্ম দে‌খে বিরক্ত প্রকাশ কর‌ছেন। সক‌লে চায় আনন্দ উৎস‌বের ম‌ধ্যে একটা সুষ্ঠ নির্বাচন। কিন্তু আওয়ামী লী‌গের নেতারা সেটা চায় না।

এ সময় আ স ম আব্দুর রব ব‌লেন, আপনারা ভোট কে‌ন্দ্রে যা‌বেন। ভোট দি‌য়ে ফলাফল না নি‌য়ে বা‌ড়ি ফির‌বেন না। এটা আপনা‌দের ন্যায্য অ‌ধিকার। বিএন‌পির প্রার্থী ঐক্যফ্র‌ন্টের প্রার্থী ধা‌নের শী‌ষের প্রার্থী তা‌বিথ আউয়ালকে ভোট দি‌য়ে জয়যুক্ত করুন।

এসময় উপ‌স্থিত ছি‌লেন, যুবদল উত্ত‌রের সভাপ‌তি এসএম জাহাঙ্গীর হো‌সেন, বিএন‌পি সাংগঠ‌নিক সম্পাদক শ্যামা ওবায়েদ, যুবদ‌লের সভাপ‌তি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক স‌ফিকুল ইসলাম মিল্টনসহ বিএন‌পি ও তার অঙ্গ সহ‌যো‌গী সংগঠ‌নের নেতাকর্মীরা।