পাঁচ উপনির্বাচন নিয়ে কমিশন বৈঠক ২৮ জানুয়ারি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

নির্বাচন কমিশন ভবন

নির্বাচন কমিশন ভবন

শূন্য হওয়া পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচন ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের প্রস্তুতি নিয়ে আগামি ২৮ জানুয়ারি বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির উপসচিব (সংস্থাপন) মো. শাহেদুন্নবী চৌধুরী স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, আগামী ২৮ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে তার সভাকক্ষে নির্বাচন কমিশনের ৬০তম সভা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

সভার আলোচ্যসূচিতে রয়েছে- একাদশ সংসদের ঢাকা-১০, বগুড়া-১, বাগেরহাট-৪, যশোর-৬, গাইবান্ধা-৩ শূন্য আসনের নির্বাচন ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি।