উচ্ছেদ নয় বস্তিবাসীকে পুর্নবাসন করা হবে: তাবিথ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

পথসভায় বক্তব্য দিচ্ছেন তাবিথ আউয়াল/ছবি: বার্তা২৪.কম

পথসভায় বক্তব্য দিচ্ছেন তাবিথ আউয়াল/ছবি: বার্তা২৪.কম

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, বস্তিবাসীরা এমনিতেই অনেক কষ্টে আছেন। তারমধ্যে তাদের উচ্ছেদ করতে বারবার পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। আমি নির্বাচিত হলে আগুন দিয়ে বস্তিবাসীদের উচ্ছেদ নয় তাদেরকে স্থায়ীভাবে পুর্নবাসন করা হবে।

শনিবার (২৫ জানুয়ারি) মিরপুর ৬নং সেকশনের কাঁচা বাজার এলাকায় গণসংযোগ শুরু করার আগে এ পথসভায় এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

তাবিথ বলেন, মিরপুরে চাঁদাবাজি ও মাদক ব্যবসা চলছে। আমি বিজয়ী হলে এসব নির্মূলে কাজ করবো। কাউকে অন্যায় করতে দেওয়া হবে না।

১ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রের মুক্তি ও খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের অংশ হিসেবে আমরা এ নির্বাচনে অংশ নিয়েছে। আপনারা আগামী ১ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন। কেননা ধানের শীষ বিজয়ী হলে গণতন্ত্রের বিজয় হবে। খালেদা জিয়ার মুক্তি আন্দোলন ত্বরানিত হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া দুর্নীতি ও দুঃশাসনের সঙ্গে আপস করেন না বলেই মিথ্যা মামলায় তাকে কারাগারে আটকে রেখেছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না। আপনারা সবাই ধানের শীষে ভোট দিলে বেগম খালেদা জিয়ার পক্ষে যাবে। তাকে আটকে রাখা যাবে না।

গণসংযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাহফুজ হোসাইন খান সুমন, যুবদল উত্তরের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টন প্রমুখ উপস্থিত ছিলেন।