তাবিথের সাত অভিযোগ, নেই অন্য প্রার্থীদের
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত মোট ৪২টি অভিযোগ এসেছে। এর মধ্যে সাতটি অভিযোগ ও একটি আবেদনপত্র দিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। এছাড়া উত্তরে আতিকসহ অন্য কোনো মেয়রপ্রার্থী নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ জানায়নি।
শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের ইটিআই ভবনে নিজ কার্যালয়ে এসব কথা জানান উত্তরের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম।
তিনি বলেন, ‘উত্তর সিটিতে মোট ৬ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের ভেতরে শুধু তাবিথ আউয়াল ছাড়া আর কোনো মেয়রপ্রার্থী কোনো বিষয়ে অভিযোগ করেনি। তাবিথের ৭টি অভিযোগের ভেতরে ৬টি নিষ্পত্তি করা হয়েছে। এছাড়া উত্তরের কাউন্সিলর প্রার্থীরা ৩০টি অভিযোগ করেছেন। আর সংরক্ষিত নারী কাউন্সিলররা করেছেন ৫টি অভিযোগ। প্রায় সব অভিযোগের নিষ্পত্তি করেছে ইসি।’
রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘তাবিথ আউয়াল নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে রাজধানীর দারুস সালাম থানা এলাকায় হামলার শিকার হয়েছিলেন। ওই ঘটনার তদন্ত প্রতিবেদন এখন কমিশনের কাছে। কমিশন এ ব্যাপারে আগামীকাল সিদ্ধান্ত জানাতে পারে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালানোর অনুমতির বিষয়ে তাবিথের আবেদন এখনো কমিশনে। এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
অধিকাংশ অভিযোগই ছিল আচরণবিধি লঙ্ঘনের। এখন পর্যন্ত মোট ৪ জনকে জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।