‘কড়াইল বস্তিবাসীদের উচ্ছেদ নয় পুনর্বাসন করা হবে’
রাজধানীর কড়াইল বস্তিবাসীকে উদ্দেশ্যে করে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, আগামী ১ ফেব্রুয়ারি আমি মেয়র নির্বাচিত হতে পারলে কড়াইল বস্তিবাসীদের উচ্ছেদ নয় পুনর্বাসন করা হবে।
রোববার (২৬ জানুয়ারি) সকাল ১০টা ৫০মিনিটে মহাখালী কড়াইল বস্তি এলাকার বেলতলা এলাকা থেকে নির্বাচনী প্রচরণা শুরুর আগে এক সংক্ষিপ্ত পথ সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগে অনেক প্রার্থী শুধু আপনাদের আশ্বাস দিয়েছে কোনো কাজ করেনি। আমি আপনাদের এই এলাকার সন্তান আমি জানি কড়াইলের সমস্যা। এই এলাকা এখনো ময়লা আর্বজনায় স্তূপ। আমি নির্বাচিত হলে সকল সমস্যা দূর করা হবে।
তাবিথ আউয়াল বলেন, আগামী ১ ফেব্রুয়ারি নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে আপনার নিজের ভোট নিজে প্রদান করুন। সামনে ভয়ভীতি আসতে পারে আপনার সেই ভয়কে জয় করে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান বলেন, আগামী ১ ফেব্রুয়ারি তাবিথ আউয়ালকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলনকে আরও বেগবান করুন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির শতাধিক নেতাকর্মী।