ডিএসসিসি নির্বাচন: ‘স্বপ্নযাত্রা’র ১৯ দফা ঢাবি শিক্ষার্থী আসাদের
১৯টি অঙ্গীকার নিয়ে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ২১ নং ওয়ার্ড থেকে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ। তিনি লাটিম প্রতীকে নির্বাচনে লড়ছেন। আসাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন।
সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অঙ্গীকারের কথা জানান তিনি। এতে তিনি মাদক-সন্ত্রাস-জঙ্গিবাদমুক্ত, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত, নারী ও শিশুবান্ধব প্রযুক্তিনির্ভর একটি আধুনিক ও মানবিক ওয়ার্ড গড়ে তোলার ‘স্বপ্নযাত্রা’ প্রত্যয় নিয়ে ইশতেহার ঘোষণা করেন।
লিখিত বক্তব্যে আসাদ বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের একজন সদস্য। ২১ নং ওয়ার্ডের প্রতিটি মানুষ ও ধূলিকণার সাথে রয়েছে আমার আত্মার সম্পর্ক। এখানকার প্রকৃতির সঙ্গে খেলা করে বেড়ে ওঠার সুবাদে এ এলাকায় বসবাসরত মানুষের অবর্ণনীয় কষ্ট দেখেছি শিশুকাল থেকেই। এসব দেখে আমার মন কেঁদে ওঠে, পাশে দাঁড়ানোর অদম্য স্পৃহা কাজ করে।
নিজের সমর্থনে গণজোয়ার সৃষ্টি হয়েছে দাবি করে আসাদ বলেন, দলমত নির্বিশেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও ২১ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ আমাকে তাদের আপন ভেবে নির্বাচনী লড়াইয়ে আমার পক্ষে সরব। সবাই আমার পক্ষে একতাবদ্ধ হয়ে মাঠে নেমেছেন।
তার ইশতেহারগুলোর মধ্যে উল্লেখযোগ্য দফাগুলো হচ্ছে- আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, সিকিউরিটি গেইট নির্মাণ, পাবলিক টয়লেট স্থাপন, কমিউনিটি সেন্টার স্থাপন, গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন, আলোক সজ্জা, যুব প্রশিক্ষণকেন্দ্র স্থাপন, অভিভাবক ছাউনি, মিনি শিশু পার্ক স্থাপন, মাদক নিরসনে পদক্ষেপ গ্রহণ, যানজট নিরসন, মশক নিধন, নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ, সুপেয় পানির ব্যবস্থা ইত্যাদি।
ঢাবির কার্জন হল, শাহবাগ, পরীবাগ, বাংলামোটর ২১ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত।