আগে ব্যালট ছিনতাইয়ের সুযোগ ছিল, ইভিএমে নেই : সিইসি
আগে ব্যালট ছিনতাইয়ের সুযোগ থাকলেও ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সে সম্ভাবনা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর বেইলী রোডে সিদ্ধেশ্বরী কলেজে ইভিএমে ভোটদান প্রদর্শনী পরিদর্শন শেষে এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, সবগুলো কেন্দ্রে ডেমোনেসট্রেশন (প্রদর্শন) হচ্ছে যাতে জনগণ যারা জানতে চায় বুঝতে চায় তারা যাতে বুঝতে পারে ভালোই তো হচ্ছে। আগে জাল ভোটের সুযোগ ছিল স্বীকার করে তিনি বলেন, তখন ব্যালট ছিনতাইয়েরও সুযোগ ছিল কিন্তু ইভিএমে সেটা থাকছে না।
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সুষ্ঠু নির্বাচন সম্ভব দাবি করে তিনি বলেন, এত পরিশ্রম করি, এত মেধা খাটাই কিসের জন্য? ভোটারের ভোট দিতে পারা নিশ্চিত করার জন্য। ইভিএমের মাধ্যমেই ভোটার নিজের ভোট দিতে পারবে। ইভিএমের মাধ্যমেই সেটা সম্ভব।
অনেকেরই ফিঙ্গার প্রিন্ট নিচ্ছে না এর কারণ কি এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এর দুইটা কারণ হতে পারে একটা হচ্ছে তিনি এই কেন্দ্রের ভোটার না অথবা পাশের বুথের ভোটার।
এতে করে সময় নষ্ট হচ্ছে বলে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, সবার হবে না এটা; হয়তো দু -একজনের হতে পারে। কারো হাতের রেখা বিলীন হয়ে গেছে বা ডিসপ্লেসড হয়ে গেছে এরকম হতে পারে দুই একজনের।
নির্বাচনী প্রচারণায় একাধিক মারামারির কথা স্বীকার করে নূরুল হুদা বলেন, মারামারি হওয়া খারাপ। মারামারি মানে যদি ক্রিমিনাল অফেন্স হয় তাহলে, থানায় কেস করবে তারা ব্যবস্থা নেবে।