বৃষ্টি উপেক্ষা করে তাবিথের নির্বাচনী প্রচারণা
বৃষ্টি উপেক্ষা করে গণসংযোগ শুরু করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
বুধবার (২৯ জানুয়ারি) সকালে বারিধারা ডিওএইচএসের দক্ষিণ গেট থেকে গণসংযোগ শুরু করেন তিনি। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরছে রাজধানী জুড়ে। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের সময় ঘনিয়ে আসায় বৈরী আবহাওয়া, বৃষ্টি উপেক্ষা করেই শুরু করেছেন নির্বাচনী প্রচারণা।
বৃষ্টির মধ্যে নেতাকর্মীরা পোস্টার, প্ল্যাকার্ড দিয়ে মাথা ঢেকে তাবিথ আউয়ালের প্রচারণায় অংশ নেন। তাবিথ আউয়াল বলেন, আমরা বৃষ্টি উপেক্ষা করেই ভোটারদের কাছে যাচ্ছি, ভোট চাচ্ছি। জনগণের মধ্যে ভালো সাড়া পাচ্ছি। নির্বাচন কমিশনকে বলব, আগামী ১ তারিখ যেন ভোটাররা সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারেন, এমন পরিবেশ তৈরি করুন।
নির্বাচনী গণসংযোগে বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী শরিফ উদ্দিন জুয়েল অংশ নিয়েছেন। এতে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে রয়েছেন- হাবীবুর রহমান হাবীব, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শহীদ উদ্দীন এ্যানি, আমিনুল হক, নিপুণ রায় চৌধুরী, সুলতান সালাহ উদ্দিন টুকু ও এস এম জাহাঙ্গীর হোসেন।