ইশরাকের প্রচারণায় গুলি ছোড়ার ঘটনায় গ্রেফতার ১

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রজাধানীর গোপীবাগ এলাকায় ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণায় গুলি ছোড়ার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর গোপীবাগ এলাকায় নির্বাচনী প্রচারণা চলাকালে গুলি বর্ষণের ঘটনায় ডিবি পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তার কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে।

উল্লেখ, ২৬ জানুয়ারি রাজধানীর গোপীবাগ এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণা চলাকালে গুলি বর্ষণের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন