উত্তরের ভোটকেন্দ্রে ইভিএম মেশিন সরবরাহ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ইভিএম মেশিন ও ভোটের সরঞ্জাম বিতরণ করেছে নির্বাচন কমিশন | ছবি: শাহরিয়ার তামিম

ইভিএম মেশিন ও ভোটের সরঞ্জাম বিতরণ করেছে নির্বাচন কমিশন | ছবি: শাহরিয়ার তামিম

এবার ঢাকার দুই সিটি নির্বাচনে ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে। ভোটগ্রহণের জন্য উত্তর সিটির প্রতি কেন্দ্রের জন্য ইভিএম মেশিন ও ভোটের অন্যান্য সরঞ্জাম সরবরাহ করছে নির্বাচন কমিশন।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা থেকে ঢাকা উত্তর সিটির বিভিন্ন পয়েন্ট এবং প্রতিষ্ঠান থেকে ইভিএম মেশিন ও সরঞ্জাম বিতরণ শুরু হয়।

বিজ্ঞাপন

উত্তর সিটির ১৩১৮টি কেন্দ্রে ৭ হাজার ৮শ’ ৫০টি বুথে ভোটগ্রহণের জন্য ১৫ হাজার ৭শ’টি ইভিএম মেশিন বিতরণ করা হয়েছে।

প্রত্যেকটি বুথে দুটি করে ইভিএম মেশিন সরবরাহ করা হয়েছে। একটি মেশিনের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে এবং আরো একটি অতিরিক্ত মেশিন বুথে রাখা হবে যেন যান্ত্রিক ত্রুটি হলে ভোটগ্রহণ সচল রাখা যায়।

বিজ্ঞাপন
ইভিএম মেশিন ও ভোটের সরঞ্জাম বিতরণ করেছে নির্বাচন কমিশন | ছবি: শাহরিয়ার তামিম

এবারের নির্বাচনে সম্পূর্ণ ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের কারণে এই বিশেষ যন্ত্রের ওপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন থেকে এবার দুই সিটিতে ভোটের দিন ২৮ থেকে ২৯ হাজার ইভিএম মেশিন ব্যবহার করা হবে।

তবে, নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে ঢাকা সিটি নির্বাচন ২০২০ উপলক্ষে এবার মোট ৩৫ হাজার ইভিএম ব্যবহার করা হচ্ছে। নির্বাচনের দিন প্রায় ২৯ হাজার ইভিএম ভোটকেন্দ্রগুলোতে ব্যবহারের জন্য বিতরণ করা হচ্ছে শুক্রবার সকাল থেকে। বাকি ছয় হাজার ইভিএম মেশিন বিভিন্ন সময় দুই সিটির বিভিন্ন জায়গায় ইভিএমে মক ভোট গ্রহণের জন্য ব্যবহার করা হয়েছে।

শুক্রবার সরেজমিনে ঢাকা উত্তর সিটির আওতাধীন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে গিয়ে দেখা যায় নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে মোহাম্মদপুর ও শ্যামলী এলাকার ১৩১টি কেন্দ্রে ১৭৭৬টি ইভিএম মেশিন বিতরণ করা হয়েছে।

এ সময় নির্বাচন ও ভোট গ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট প্রয়োজনীয় মালামালও কেন্দ্রগুলোতে সরবরাহ করা হয়।