ইভিএমসহ ডিএসিসির নির্বাচনী সরঞ্জাম বিতরণ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

নির্বাচনী সরঞ্জাম বিতরণ চলছে/ছবি: বার্তা২৪.কম

নির্বাচনী সরঞ্জাম বিতরণ চলছে/ছবি: বার্তা২৪.কম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও আনুষঙ্গিক মালামাল রাজধানীর ১১টি ভেন্যু থেকে বিতরণ শুরু হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিতরণ কার্যক্রম শুরু হয়।

বিজ্ঞাপন

ডিএসিসির রিটার্নিং অফিসের কর্মকর্তা মো. নাসির উদ্দিন চৌধুরী বার্তা২৪.কমকে বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মোট ১ হাজার ১৫০টি ভোট কেন্দ্র এবং ৬ হাজার ৫৮৮টি ভোট কক্ষ রয়েছে। এসব কেন্দ্রে মোট ১৬ হাজার ইভিএম বিতরণ হবে। কোনো কারণে যদি ইভিএমে ত্রুটি দেখা দেয় তাহলে প্রথমে আমাদের টেকনিক্যাল টিম ত্রুটি ঠিক করবে। যদি কোনো কারণে ঠিক করা না যায় তাহলে উক্ত বুথে নতুন ইভিএম দেয়া হবে।

ইভিএম ও আনুষঙ্গিক মালামাল কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে

সকালে আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজে সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সরঞ্জাম বিতরণে বেশ ব্যস্ত সময় পার করছেন। সেখান থেকে ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৯ নং ওয়ার্ডের সরঞ্জাম বিতরণ হচ্ছে। এই ৬টি ওয়ার্ডে মোট ৯৯টি ভোট কেন্দ্রে রয়েছে। ৯৯টি কেন্দ্রের জন্য মোট ১ হাজার ৪৮ সেট ইভিএম বিরতণ করা হবে।

বিজ্ঞাপন

সরঞ্জাম বিতরণকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল থেকেই বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্যের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

ইভিএম, মনিটরসহ মোট ৬৭টি উপকরণ কেন্দ্রে কেন্দ্রে বিতরণ করা হচ্ছে

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কামরুন নেছা বার্তা২৪.কমকে বলেন, এখান থেকে মোট ৯৯টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামের বিতরণ করা হবে। ইতোমধ্যে সকল সরঞ্জাম এখানে চলে এসেছে। রিটার্নিং কর্মকর্তারা এসে এখান থেকে নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। এখানে যাতে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বিপুল সংখ্যাক পুলিশ, বিজিবি ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নেই।

সহকারী রিটার্নিং অফিসার মো. তাজুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম), মনিটরসহ মোট ৬৭টি উপকরণ কেন্দ্রে কেন্দ্রে বিতরণ করা হচ্ছে। সকাল ১০টায় বিতরণের কথা থাকলে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা কর্মকর্তারা আসতে একটু দেরি হওয়ায় বিতরণ কিছু সময় পরে শুরু হয়েছে। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ইভিএমের ব্যবস্থা আছে।