‘ইভিএমে অল্প সময়ে ভোট দিতে পেরেছি’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ছবি: সংগৃহীত

ইভিএম একটি ডিজিটাল পদ্ধতি। কয়েক মিনিট আগেই এসেছি। কিছুক্ষণ অপেক্ষা করলাম। ৮টায় ইভিএম চালু হলো। আমি ইভিএমে অল্প সময়ের মধ্যেই ভোট দিলাম বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে রাজধানীর ঢাকা সিটি কলেজে ভোট দিতে এসে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

এ সময় ইভিএমে ভোট দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ইভিএমে খুব সহজেই ভোট দেওয়া যায়, এখানে বুঝিয়েও দেওয়া হয় সিগন্যালের মাধ্যমে। এটি খুব সহজ একটি পদ্ধতি। নির্বাচন কমিশন এই ডিজিটাল পদ্ধতিতে ভোট দানের ব্যবস্থা করবে, যাতে প্রত্যেক ভোটার শান্তিপূর্ণভাবে তাদের ভোট দিতে পারে।

নির্বাচনে ভোটকেন্দ্রে নিরাপত্তা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীকে বলব সবাই যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে। ভোটকেন্দ্র দখলের মতো যেন কোনো ঘটনা না ঘটে।

বিজ্ঞাপন

শেখ হাসিনা বলেন, ভোট দেওয়া জনগণের সাংবিধানিক অধিকার। এজন্য শহরবাসী যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি। ভোটাররা শান্তি মতো এবং তাদের পছন্দ মতো ভোট দিতে পারবে, ভোট কেন্দ্র দখলের মতো কোনো ঘটনা ঘটবে না।