বিএনপির পোলিং এজেন্ট নেই বাড্ডা হাইস্কুলে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপির পোলিং এজেন্ট নেই বাড্ডা হাইস্কুলে, ছবি: বার্তা২৪.কম

বিএনপির পোলিং এজেন্ট নেই বাড্ডা হাইস্কুলে, ছবি: বার্তা২৪.কম

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টায়। ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। কিন্তু সকাল সাড়ে ৯টার দিকেও বিএনপির কোনো পোলিং এজেন্টকে দেখা যায়নি বাড্ডা হাইস্কুল ভোট কেন্দ্রে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৭১১ নম্বর ভোট কেন্দ্র বাড্ডা হাইস্কুলে আসা সাবিনা খাতুনসহ অনেক ভোটারের দাবি, কেন্দ্রটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর ছাড়া অন্য কোনো দলের কোনো পোলিং এজেন্ট নেই। তবে ঠিক কী কারণে পোলিং এজেন্ট নেই, তা তারা বলতে পারছেন না।

বিজ্ঞাপন
বিএনপির পোলিং এজেন্ট নেই বাড্ডা হাইস্কুলে

এদিকে কেন্দ্রটিতে দায়িত্বরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন ও প্রিজাইডিং অফিসারের কাছে অন্য কোনো দলের পোলিং এজেন্ট নেই কেন জানতে চাইলে, তারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।