ভোটার উপস্থিতি বাড়লে উত্তরের মেয়র হব: বাঘ মার্কার শাহীন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ডিএনসিসির মেয়র প্রার্থী শাহীন খান, ছবি: বার্তা২৪.কম

ডিএনসিসির মেয়র প্রার্থী শাহীন খান, ছবি: বার্তা২৪.কম

সকাল থেকে খুব বেশি ভোটার চোখে পড়েনি। যদি ভোটারের সংখ্যা বাড়তে থাকে, তাহলে বাঘ প্রতীক নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে নির্বাচিত হবেন বলে আশাবাদী মেয়র প্রার্থী শাহীন খান।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানী উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্র পরিদর্শন করতে এসে বার্তা২৪.কম-কে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

পিডিবি থেকে মনোনীত এই মেয়র প্রার্থী বলেন, ‘সকাল থেকে আমি উত্তর সিটি করপোরেশনের অনেকগুলো কেন্দ্র পরিদর্শন করেছি। অধিকাংশ জায়গায় ভোটার সংখ্যা কম, কোথাও কোথাও নেই বললেই চলে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বাড়বে বলে আশা করছি। যদি সেটা হয় উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচিত হব বলে বিশ্বাস করি।’

তিনি আরও বলেন, ‘ইভিএম পদ্ধতিতে বেশ কিছু সুবিধা আছে। আবার কিছু মানুষ বুঝতে পারছে না। আমার কয়েকজন ভোটার অভিযোগ করেছে। তবে সবকিছু মিলে নির্বাচন সুষ্ঠু হচ্ছে। এখন শেষ পর্যন্ত অপেক্ষা করছি।’

বিজ্ঞাপন

সকাল ৮টা থেকে চলছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচনের ভোট গ্রহণ। ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি, তথা ডিএনসিসিতে মোট ভোটার সংখ্যা ৩০ লাখ ৩৫ হাজার ৬২১ জন। এই সিটিতে ওয়ার্ড ৫৪টি, সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১৮টি। মোট ভোটকেন্দ্র ১ হাজার ৩৪৯টি, ভোটকক্ষ ৭ হাজার ৫১৬টি।