‘বিএনপির অভিযোগ নতুন নয়, নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ভোট দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, ছবি: বার্তা২৪.কম

ভোট দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, ছবি: বার্তা২৪.কম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘রাজধানীজুড়ে এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে বিএনপি যে মারধর ও কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ করছে, সেটা নতুন নয়। বিএনপি আগেও এমন অভিযোগ করেছে।’

শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগর রাজধানী উচ্চ বিদ্যালয়ে নিজের ভোট দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাজধানীজুড়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হলেও ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম। আশা করছি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে।’

বিভিন্ন কেন্দ্রে বিএনপির এজেন্টদের মারধর ও কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আশা করছি, শান্তিপূর্ণভাবেই নির্বাচন শেষ হবে। আর বিএনপি যেসব অভিযোগ করছে, তা নতুন নয়। আগে থেকেই তারা এমন অভিযোগ করে আসছে। অভিযোগ পেলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে।’

বিজ্ঞাপন