কেন্দ্রে ঢুকতে পারছেন না ভোটার, মনিটরিং সেলে ১৫ অভিযোগ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কেন্দ্রে ভোটারদের ঢুকতে না দেওয়ার অভিযোগ রয়েছে, ছবি: বার্তা২৪.কম

কেন্দ্রে ভোটারদের ঢুকতে না দেওয়ার অভিযোগ রয়েছে, ছবি: বার্তা২৪.কম

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচনে বিভিন্ন স্থানে ভোটাররা কেন্দ্রে প্রবেশ করতে পারছেন না বলে অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশনের (ইসি) গঠিত আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বয়ে মনিটরিং সেলে এ সংক্রান্ত ১৫টি অভিযোগ পড়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা পর্যন্ত  এ অভিযোগগুলো করেন ভোটার ও প্রার্থীরা।

জানা গেছে, ভোটাররা কেন্দ্রের সামনে আসার পর তাদের আর ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। অনেককেই ফিরিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে। প্রার্থীদের পক্ষের কর্মীরা তাদের বাধা দিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ফোর্স পাঠিয়ে সমাধান করা হলেও পরে আবারও একই অবস্থার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বয়ে মনিটরিং সেলের সমন্বয়ক মেজর রাজু বার্তা২৪.কম-কে বলেন, ‘বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু অভিযোগ এসেছে। অভিযোগগুলো হলো ভোটাররা ভোটকেন্দ্রে ঢুকতে পারছে না। আমার কাছে যতগুলো ম্যাসেজ আসছে আমি সেগুলো ক্লিয়ার করছি। আমজনতাসহ বিভিন্ন মাধ্যম থেকে আমাদের কাছে অভিযোগগুলো করেছে। আমরা ফোর্স পাঠিয়ে সেগুলো ক্লিয়ার করে দিচ্ছি। এখন পর্যন্ত ১৫টি অভিযোগ এসেছে।’

শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে

আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বয়ে মনিটরিং সেলের প্রধান জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম বার্তা২৪.কম-কে বলেন, ‘আমাদের কাছে যে অভিযোগগুলো আসছে, তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের কাছে বিভিন্ন মাধ্যমেই অভিযোগগুলো আসছে। ভোটারদের বাধা দেওয়ার কোনো ঘটনা ঘটলে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মনিটরিং সেল এ বিষয়ে সতর্ক।’

বিজ্ঞাপন

সকাল ৮টা থেকে চলছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচনের ভোট গ্রহণ। ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ঢাকা উত্তর সিটি, তথা ডিএনসিসিতে মোট ভোটার সংখ্যা ৩০ লাখ ৩৫ হাজার ৬২১ জন। এই সিটিতে ওয়ার্ড ৫৪টি, সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১৮টি। মোট ভোটকেন্দ্র ১ হাজার ৩৪৯টি, ভোটকক্ষ ৭ হাজার ৫১৬টি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, তথা ডিএসসিসি’তে মোট ভোটার ২৩ লাখ ৬৭ হাজার ৪৮৮ জন। এই সিটিতে ভোটকেন্দ্র ১ হাজার ১২৪টি, ভোটকক্ষ রয়েছে পাঁচ হাজার ৯৯৮টি। দক্ষিণ সিটিতে মোট ওয়ার্ড সংখ্যা ৭৫টি, সংরক্ষিত মহিলা ওয়ার্ড ২৫টি।