১০টি হোন্ডা ২০টি গুণ্ডা, নির্বাচন ঠান্ডা: নানক
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘বিগত সময়ে দেখেছি জনগণের ভোটের অধিকার নিয়ে বিএনপি-জামায়াত ছিনিমিনি করেছে। বিএনপির আমলে ভোটের স্টাইল ছিল- দশটি হোন্ডা ২০টি গুণ্ডা, নির্বাচন ঠান্ডা।’
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নানক বলেন, ‘বিএনপি ঢাকার বাইরে থেকে ক্যাডার বাহিনী নিয়ে এসে জড়ো করেছে। তারা গণ্ডগোল পাকিয়ে নির্বাচন বানচাল করে পেছনের দরজা দিয়ে ফায়দা লোটার চেষ্টা করছে। জনগণ বিএনপি-জামায়াতকে প্রত্যাখ্যান করেছে।’
বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে সরকার দলীয় নেতাকর্মীরা ভোটকেন্দ্র থেকে তাদের বের করে দিচ্ছে এজেন্টদের এমন এক প্রশ্নের জবাবে নানক বলেন, 'বিএনপির এই অভিযোগ একটি পুরানো এবং চিরাচরিত।তারা এখন সাংগঠনিকভাবে দেউলিয়াতে পরিণত হয়েছে সাংগঠনিক সক্ষমতা হারিয়েছে সেজন্য সব কেন্দ্রে তারা এজেন্ট দিতে পারেননি'।
ভোটকেন্দ্রে জনগণের উপস্থিতি কম এমন এক প্রশ্নের জবাবে নানক বলেন,'সকালবেলায় কম ছিল। তবে নারী ভোটারের সংখ্যা কিন্তু বেশি ছিল। নারীরা যেহেতু মাঠে নেমেছে পুরুষরাও লজ্জার ভোটের মাঠে নামবেন। তাছাড়া বেলা বাড়ার সাথে ভোটার বেড়েছে।
এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সকাল ৮টা থেকে চলছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচনের ভোট গ্রহণ। ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।