দক্ষিণের ১৯৮ কেন্দ্রে ভোট স্থগিত চান ইশরাক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন/ছবি: বার্তা২৪.কম (ফাইল ফটো)

বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন/ছবি: বার্তা২৪.কম (ফাইল ফটো)

ভোট কারচুপি, এজেন্ট ঢুকতে না দেওয়া, অন্যের ভোট জোর করে দেওয়ার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৯৮টি কেন্দ্রের ভোট স্থগিত চেয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার এবং যুগ্মসচিব বরাবর এক চিঠিতে এ আহ্বান জানায় ইশরাক।

বিজ্ঞাপন

দক্ষিণ সিটি করপোরেশনের ধানের শীষের এজেন্ট আব্দুস সালাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়- ৬, ৮, ১৫,১৬, ১৭, ২৩, ২৪, ২৬, ২৯, ৫৫ নম্বর ওয়ার্ডগুলোতে আওয়ামী লীগের সমর্থকরা জোরপূর্বক কেন্দ্র দখল করে ভোটারদের ফিঙ্গার নিয়ে নৌকা প্রতীকে ভোট, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়াসহ ভোটার প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

আব্দুস সালাম জানান, ৬ নম্বর ওয়ার্ডে ১৯টি ভোটকেন্দ্র, ৮ নম্বর ওয়ার্ডে ২১টি ভোটকেন্দ্র, ১৫ নম্বর ওয়ার্ডে ২৫টি ভোটকেন্দ্র, ১৬ নম্বর ওয়ার্ডে ২৭টি ভোটকেন্দ্র, ১৭ নম্বর ওয়ার্ডে ১৯টি ভোটকেন্দ্র, ২৩ নম্বর ওয়ার্ডে ১৬টি ভোটকেন্দ্র, ২৪ নম্বর ওয়ার্ডে ১৭ টি ভোটকেন্দ্র, ২৬ নম্বর ওয়ার্ডে ১৫টি ভোটকেন্দ্র, ২৯ নম্বর ওয়ার্ডে ১৬টি ভোটগ্রহণ, ৫৫ নম্বর ওয়ার্ডে ২৩টি ভোটকেন্দ্রে এর মাত্রা বেশি। তাই আমরা এসব কেন্দ্রে ভোট স্থগিতের আহ্বান জানিয়েছি।