ভোট কেন্দ্র থেকে জাপার এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ
ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে সব কেন্দ্র থেকে জাতীয় পার্টির এজেন্ট বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২১ মার্চ) সকালের দিকে কিছু কেন্দ্রে এজেন্ট থাকলেও বেলা ১১টার মধ্যেই সব কেন্দ্র থেকে তাদের বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জাপার প্রার্থী হাজী মো. শাহজাহান।
তিনি বার্তা২৪.কম-কে বলেন, ‘জিগাতলা কুইন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এজেন্ট বের করে দেওয়ার খবর পেয়ে ছেলেকে সঙ্গে নিয়ে সেখানে হাজির হই। এ সময় নৌকা মার্কার লোকজন আমাকে লাঞ্ছিত করে। আমার ছেলেকে ঘিরে ধরে মারধর করে। এরপর একে একে অন্যান্য কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘লাঙ্গলের জোয়ার দেখে তারা ভীত হয়ে এ কাজ করছে। আমি রিটার্নিং অফিসারকে ফোন করেছিলাম। প্রথমবার ফোন ধরলেও এখন আর ফোন ধরছেন না। কোনো ব্যবস্থাও নেননি। নির্বাচন কমিশনে মৌখিক অভিযোগ করেছি। লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছি।’
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে জানিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উনিতো সরাসরি ফোন ধরেন না। উনার পিএসকে জানিয়েছি। মহানগরের সভাপতি সেক্রেটারিকে জানিয়েছি তারা দেখবেন বলেছে।’