রোকার (বাগদান) মধ্য দিয়ে শুরু হয়ে গেছে নেহা কাক্কার ও রোহনপ্রীতের বিয়ের আনুষ্ঠানিকতা।
হবু স্ত্রীর কপালে ভালোবাসার চুমু
আজ (২৩ অক্টোবর) প্রকাশ পেয়েছে জনপ্রিয় এই সংগীতশিল্পীর মেহেদী অনুষ্ঠানের ছবি।
বিজ্ঞাপন
ভালোবাসার আলিঙ্গন
এবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হলুদের ছবি প্রকাশ করলেন ৩২ বছর বয়সী এই গায়িকা।
হবু স্ত্রীর খোঁপার ফুল ঠিক করে দিচ্ছেন রোহানপ্রীত
শেয়ার করা ছবির ক্যাপশনে নেহা লিখেছেন- “নেহু প্রীত কা হলদি সেরেমনি।”
বিজ্ঞাপন
উচ্ছ্বসিত নেহা
নেহার পাশাপাশি তার হলুদের ছবি শেয়ার করেছেন আলোকচিত্রী বিশাল পাঞ্জাবী। যেখানে হলুদ রঙের সিল্কের শাড়িতে দেখা গেছে নেহাকে। খোঁপায় লাগিয়েছিলেন সাদা গোলাপ। আর রোহানপ্রীত পরেছিলেন একই রঙের পাঞ্জাবী। মাথায় ছিলো সাদা রঙের পাগড়ি।
ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি সম্প্রতি ‘গোলাপ’ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেও তার শুটিং এখনো শুরু হয়নি। তাই এই নায়িকার এখন কোন শুটিং-এর ব্যস্ততা নেই। তিনি বরং নিজের পোশাকের ব্র্যান্ড বডি’র প্রচার নিয়ে ব্যস্ত আছেন।
গতকাল জনপ্রিয় ব্র্যান্ড প্রোমোটার বারিষা হককে দিয়ে তার পোশাকের ফটোশুট ও লাইভ করিয়েছেন। বিভিন্ন ভিডিও ক্লিপসে দেখা যাচ্ছে, পরী পরম যত্নে বারিষাকে ফটোশুটের বিভিন্ন বিষয়ে সাহায্য করছেন, নিজের ব্র্যান্ড বলে কথা!
পরীর এই দীঘল কালো চুল আর দেখা যাবে না
এছাড়া তিনি সবচেয়ে বেশি আলোচিত উঠতি গায়ক শেখ সাদীর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে। দুদিন আগেই এক পুরষের বুকে মাথা দিয়ে ছবি তুলে তা পোস্ট করা এবং পরে সেই ছবি নিজের ফেসবুক আইডি থেকে মুছে দেওয়ায় পরীর নতুন প্রেম উঠে এসেছে দারুণ আলোচনায়।
এরইমধ্যে নির্মাতা চয়নিকা চৌধুরী দিলেন নতুন তথ্য। শুধু তথ্যই নয়, রীতিমতো ছবিও প্রকাশ করলেন। আর সেখানে পরীকে দেখে অনেকেই অবাক! কেননা, পরীর দীঘল কালো চুল আর কালো নেই, ধরেছে বিদেশিনীদের মতো সোনালি রঙ!
নতুন লুকে চয়নিকার সঙ্গে পরীমণি
হ্যাঁ, পাঠক ঠিকই ধরেছেন। পরীমণিকে এখন থেকে দেখা যাবে নতুন লুকে। নিজের লম্বা কালো চুল তিনি পুরোটাই সোনালী রঙ করে ফেলেছেন। সেই অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে পরীর নতুন লুকের তিনটি ছবি পোস্ট করে নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘‘কাল (৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস) যখন বললো, চুল কালার করবে, হঠাৎ করেই ধাক্কা খেলাম। বললাম, ‘পুরাটা চুল কালার?’ হাসি দিয়ে বললো, ‘হুম কি হবে?’ ভয়ে ভয়ে ছিলাম কেমন হবে ব্যাপারটা! কিন্ত কালার করার পর পুরা চেহারাটাই চেঞ্জ আর এত্ত সুন্দর লাগলো! পরীমণি অনেক অনেক শুভ কামনা তোমার ব্র্যান্ড ‘বডি’র জন্য। জীবন হোক আনন্দময়। ভালোবাসা অনন্তকাল। অভিনন্দন।’’
নতুন লুকে চয়নিকার সঙ্গে পরীমণি
চয়নিো নিজের সঙ্গে পরীমণির নতুন লুকের ছবি পোস্ট করলেও পরী এখনো তার সোশ্যাল মিডিয়ায় কোন ছবি পোস্ট করেননি।
বলিউডের পারফেকশনিস্ট আমির খান চলতি বছরের ১৪ মার্চ ৬০ বছরে পা দেবেন। এ উপলক্ষে আয়োজন করা হবে একটি বিশেষ চলচ্চিত্র উৎসব।
এর আগে ২০২২ সালে অমিতাভ বচ্চনের ৮০তম জন্মদিন উদযাপন উপলক্ষে তার সিনেমা নিয়ে এমন উৎসবের আয়োজন করা হয়েছিলো। এছাড়াও গত বছরের ডিসেম্বরে, রাজ কাপুরের জন্মশতবার্ষীকিতে এক বিশেষ চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছিলো। এবার চলচ্চিত্র উৎসবের মধ্যমণি আমির খান।
তরুণ আমির খান
পিভিআর আইএনওএক্স শুক্রবার (৭ ফেব্রুয়ারি) অভিনেতার ৬০তম জন্মদিন উদযাপন উপলক্ষে ‘আমির খান: সিনেমা কা জাদুগার’ নামে একটি চলচ্চিত্র উৎসবের ঘোষণা দিয়েছে।
উৎসবের অংশ হিসেবে দেশের বিভিন্ন শহরে আমির খান অভিনীত সিনেমা প্রদর্শিত হবে। এই উৎসবে তার আইকনিক সিনেমাগুলি প্রদর্শিত হবে।
এই উৎসবে আমিরের আইকনিক সিনেমাগুলি প্রদর্শিত হবে
ভারতীয় সিনেমায় আমির খানের অবদানের প্রশংসা করে পিভিআর আইএনওএক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অজয় বিজলি বলেন, ‘ভারতীয় সিনেমায় আমির খান একজন সত্যিকারের অগ্রদূত। তার কাজকে উদযাপন করতে পেরে আমরা আনন্দিত। তিনি কখনও সাহসী স্ক্রিপ্টে কাজ করতে পিছপা হননি। আজকের চলচ্চিত্র শিল্পের অবদানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।’
জানা গেছে, আমির তার এবারের জন্মদিনে একটি জাঁকজমকপূর্ণ, তারকাখচিত পার্টির আয়োজন করবেন। অতিথিদের তালিকায় সালমান খান, শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, কারিনা কাপুর খান, হৃতিক রোশন, রানী মুখার্জি, সাইফ আলী খান এবং শাবানা আজমির মতো অভিনেতারা রয়েছেন।
আমির খান
বলা দরকার, প্রথমবারের মতো আমির এত বড় আয়োজনে নিজের জন্মদিন উদযাপনের পরিকল্পনা করেছেন।
আমির খানকে শেষবার দেখা গিয়েছিলো ‘লাল সিং চাড্ডা’ সিনেমায়। তাকে পরবর্তীতে দেখা যাবে ‘সিতারে জামিন পার’ সিনেমায়। এটি ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘তারে জামিন পার’-এর সিক্যুয়েল।
অন্য কোনো নারী বা পুরুষ নয়, নারীর প্রতিযোগী সে নিজেই। নিজের ভালো গুণগুলো প্রকাশ করাই হোক প্রত্যেক নারীর লক্ষ্য। আন্তর্জাতিক নারী দিবসে সব নারীর উদ্দেশে এক বিশেষ বার্তায় এমন মন্তব্য করেছেন ‘বলিউড কুইন’খ্যাত অভিনেত্রী ও ভারতীয় সাংসদ কঙ্গনা রানৌত।
চার বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রীর ভাষ্যে, ‘নারী হিসেবে আপনার মধ্যে অনেক ভালো গুণ রয়েছে। সেগুলো খুঁজে বের করে তার প্রকাশ ঘটান। তবেই আপনি সার্থক নারী।’
অভিনেত্রী ও ভারতীয় সাংসদ কঙ্গনা রানৌত
এরপর পদ্মশ্রী কঙ্গনা বলেন, ‘আরো বেশি দয়ালু হোন। আপনার কথায়, আচরণে যেন আরো বেশি করে ভালোবাসা ঝরে পড়ে। কারণ, পৃথিবীর সব প্রাণী নারীর ভালোবাসা, দয়া, মায়া পাওয়ার অপেক্ষায় থাকে। এ কারণেই একজন শিশুর মাকে সবচেয়ে বেশি প্রয়োজন।’
কঙ্গনার কাছে ‘দেবী’ আর ‘মা’ সমার্থক। তিনি নারীর মধ্যে ‘দেবী’ রূপ দেখতে পান। তার চোখে নারীশক্তিই প্রকৃত দৈবশক্তি।
অভিনেত্রী ও ভারতীয় সাংসদ কঙ্গনা রানৌত
অভিনেত্রীর যুক্তি, নিজেকে শক্তিশালী করে গড়ে তুলতে নারীর ‘পুরুষালি’ হওয়ার দরকার নেই। প্রকৃতি নারীর মধ্যে নানা গুণ জন্ম থেকেই সাজিয়ে দেয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেসব গুণের যথাযথ প্রকাশ ঘটলেই নারী ‘সম্পূর্ণা’।
ইতিমধ্যে কঙ্গনার এই বার্তা সামাজিক মাধ্যমে ভাইরাল। তার বক্তব্যকে স্বতঃস্ফূর্তভাবে শুভেচ্ছা জানিয়েছে নেটিজেনরা।
পর পর দেশের অন্যতম বড় দুই নারী তারকার ঠোঁটে কণ্ঠ ছিলেন সুরেলা কণ্ঠের জনপ্রিয় শিল্পী বাঁধন সরকার পূজা।
গেলো ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া মেহজাবীন চৌধুরীর ‘নীল সুখ’ ওয়েব ফিল্মে পূজা গেয়েছেন ‘বৈরী বাতাস’ শিরোনামের একটি গান। এবার গাইলেন আরেক আলোচিত চিত্রনায়িকা পরীমণির জন্য। তবে এটি কোন সিনেমার গান নয়। পরীমণির নতুন বিজ্ঞাপনের জিঙ্গেল গেয়েছেন পূজা।
নতুন বিজ্ঞাপনচিত্রে পরীমণি
এই কাজটি নিয়ে পূজা বলেন, ‘রোজ শাওয়ার জেল-এর নতুন বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেল এটি। বন্ধু মার্সেল মিউজিক করেছে আর বিজ্ঞাপনচিত্রটিতে দেখা যাবে আমার খুব পছন্দের একজন অভিনেত্রী পরীমণিকে। খুব শীঘ্রই এটি প্রচার শুরু হবে।’
এদিকে ‘বৈরী বাতাস’ গানটি মুক্তির পর থেকে এর সুর ও গায়কীর জন্য প্রশংসা কুড়াচ্ছেন লুৎফর হাসান, শাহরিয়ার মার্সেল ও বাঁধন সরকার পূজা। লুৎফর হাসানের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন মার্সেল। আর তাতে জনপ্রিয় সঙ্গীতশিল্পী পূজার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন শাহরিয়ার মার্সেল।
বাঁধন সরকার পূজা
গানটি নিয়ে পূজা বার্তা২৪.কমকে বলেন, ‘‘মানুষের মাঝে দেরীতে এলেও গানটির রেসপন্স আমাকে মুগ্ধ করেছে। ভালো গান হলে দর্শক-শ্রোতার কাছে পৌঁছবেই, সেটা যতো সময়ই লাগুক না কেন। গানটি গাওয়ার সময়ই মনে হয়েছিলো দর্শকের পছন্দ হবে। মার্সেল সাধারনত সুর আর সঙ্গীত করে, গানে কণ্ঠ দেয় না। কিন্তু এই গানটিতে সে গেয়েছে, এবং এতো চমৎকার গেয়েছে যে গানটি ভিন্ন মাত্রা পেয়েছে।’’
মেহজাবীন চৌধুরীর ‘নীল সুখ’ সিনেমার পোস্টার
পূজা আরও বলেন, ‘‘আমি ‘নীল সুখ’ দেখেছি বড়পর্দায়। তবে এখন আর সেই সুযোগ নেই। সবাইকে বলবো ভিকি জাহেদের মতো মেধাবী নির্মাতার কাজ, মেহজাবীনের মতো দক্ষ অভিনেত্রীর অভিনয় দেখতে হলেও আপনারা বিঞ্জে গিয়ে ‘নীল সুখ’ দেখুন।’’