ভজন গাইলো ঐশ্বরিয়া কন্যা
তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের একমাত্র সন্তান আরাধ্য বচ্চন। বাবা-মায়ের পাশাপাশি বচ্চন বাড়ির এই ছোট্ট সদস্যও প্রায় সময় খবরের শিরোনামে আসে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় সময় আরাধ্য বচ্চনের স্কুলের বিভিন্ন পরিবেশনার ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন ঐশ্বরিয়া-অভিষেক দম্পতি। এবার মেয়ের গাওয়া ভজন শেয়ার করলেন ঐশ্বরিয়া।
সোমবার (১৬ নভেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে আরাধ্য বচ্চনের গাওয়া একটি ভজনের ভিডিও শেয়ার করেছেন সাবেক এই বিশ্বসুন্দরী।
যেখানে দেখা যাচ্ছে, ‘জয় সিয়া রাম’ শিরোনামের একটি ভজন গাইছে ছোট্ট আরাধ্য। এর ক্যাপশনে অ্যাশ লিখেছেন- ‘দিওয়ালি স্পেশাল।’
জানা গেছে, দিওয়ালি উৎসবে এই ভজনটি গেয়েছে আরাধ্য বচ্চন।