লাইফ সাপোর্ট থেকে আইসিইউতে আজিজুল হাকিম

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আজিজুল হাকিম

আজিজুল হাকিম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১২ নভেম্বর রাত থেকে লাইফ সাপোর্টে ছিলেন অভিনেতা আজিজুল হাকিম। কিন্তু অবস্থার উন্নতি হওয়ায় রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় তাকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) স্থানান্তর করা হয়।

লাইফ সাপোর্ট ছাড়াই এখন ঠিকভাবে শ্বাস নিতে পারছেন আজিজুল হাকিম।

বিজ্ঞাপন

গত ১০ নভেম্বর নমুনা পরীক্ষায় আজিজুল হাকিমের সঙ্গে তার স্ত্রী জিনাত হাকিম ও ছেলে মুহাইমিন রেদওয়ান হাকিমেরও করোনা পজিটিভ ফল আসে। চিকিৎসকের পরামর্শে তারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। ১২ নভেম্বর আজিজুল হাকিমের অবস্থার অবনতি ঘটলে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করানো হয়। নেওয়া হয় লাইফ সাপোর্টে।

ছাত্রজীবনে আরিয়ানাক থিয়েটারে যুক্ত হন আজিজুল হাকিম। ১৯৭৭ সালে আরণ্যক নাট্যদলে যোগ দেন। তারপর অনেক দর্শকপ্রিয় মঞ্চ-টিভি নাটক ও চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

১৯৯৩ সালে নাট্যকার জিনাত হাকিমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের সংসার আলো করে আসে কন্যা নাযাহ হাকিম ও পুত্র মুহাইমিন রেদোয়ান হাকিম।