কোয়ারেন্টাইনে সালমান খান
শিরোনাম দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেননা সালমান খান নয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে তার ড্রাইভার আশোক এবং ব্যক্তিগত দুই স্টাফ। বর্তমানে তারা তিনজনই ভর্তি রয়েছে হাসপাতালে।
ড্রাইভারসহ ওই দুই স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় পর থেকে মুম্বাইয়ের বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলিউডের এই সুপারস্টার। এমনকি ৫৪ বছর বয়সী এই অভিনেতা তার বাকি স্টাফদের আগামী ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে রেখেছেন।
বর্তমানে ‘বিগ বস’-এর ১৪তম মৌসুমের সঞ্চালনার দায়িত্ব পালন করছেন সালমান খান। কিন্তু তিনি হোম কোয়ারেন্টাইনে থাকায় আগামী পর্বের শুটিংয়ে অংশ নিতে পারবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
শুধু ‘বিগ বস’ নয়, নিজের পরবর্তী ছবি ‘রাধে’র শুটিংও শুরু করেছিলেন সালমান খান। এখন সেটিও পিছিয়ে গেলো। ছবিটিতে তার বিপরীতে দেখা যাবে দিশা পাতানিকে।