একুশের বিশেষ আয়োজন ‘আমি কি ভুলিতে পারি’

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পীযূষ বন্দোপাধ্যায়

পীযূষ বন্দোপাধ্যায়

২০২১ সাল বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর। এই বছর জাতি স্বাধীনতার ৫০ বছর উদযাপন করছে, সেই সাথে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করছে।

এই সাথে একুশে টেলিভিশন ২১ বছর পূর্ণ করবে। একুশের চেতনায় উদ্দীপ্ত একুশে টেলিভিশনের বার্তা বিভাগ ভাষার মাস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান ‘আমি কি ভুলিতে পারি’ নির্মাণ করেছে।

বিজ্ঞাপন

এই অনুষ্ঠানটির মাধ্যমে ভাষা আন্দোলনের স্মৃতিকথা ও প্রেক্ষাপট তুলে ধরা হবে পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে ২১শে ফেব্রুয়ারির গুরুত্ব, বাংলা ভাষার ব্যবহার ও ভাষা সংস্কৃতি নিয়ে আলোচনা করা হবে।

একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযূষ বন্দোপাধ্যায়ের সঞ্চালনায় এই অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত হবেন দেশের খ্যাতিমান শব্দসৈনিক, ইতিহাসবিদ, শিক্ষা, সংস্কৃতি অঙ্গনের ব্যাক্তিত্বরা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মানিক শিকদার। শুক্র ও শনিবার দুপুর দেড়টায় অনুষ্ঠানটি প্রচার হবে।